সিলেটে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দ তৌফিকুল হাদী

 প্রকাশ: ২২ মে ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন   |   সারাদেশ

সিলেটে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দ তৌফিকুল হাদী


শিব্বির আহমদ (সিলেট): আগামী ২১ জুন ২০২৩ইং অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন। তিনি এই নিয়ে তৃতীয় বারের মতো ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।


মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন-এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান কুতুবুর রহমান চৌধুরী, সৈয়দ সাব্বির আহমদ, মোহাম্মদ সাদিক মিয়া, সৈয়দ তকরিমুল হাদী, নাসিফ চৌধুরী সহ ১ নং ওয়ার্ডের সমাজিক, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা।


মনোনয়ন ফরম জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় সৈয়দ তৌফিকুল হাদী বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসায় আমি নির্বাচন করছি। বিগত দিনেও ১নং ওয়ার্ডবাসী আমাকে দুই দুইবারের মতো নির্বাচিত করেছে। আমি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।


পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাঁকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।


সারাদেশ এর আরও খবর: