সালথার যদুনন্দী ইউনিয়নে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ

সালথার যদুনন্দী ইউনিয়নে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  জাকির হোসেন, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের সালথার যদুনন্দী ইউনিয়নে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে যদুনন্দী বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যদুনন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হান্নান মৃধার সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক নুর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা,সাধারণ সম্পাদক আমিন খন্দকার, কৃষকলীগ নেতা আলী আহমেদ, আমির মোল্লা, রুবেল মিয়া, সাহেব মুন্সি, কুরবান মোল্লা, বুলু মোল্লা প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা সালথা উপজেলা কৃষকলীগকে সুসংগঠিত হওয়ার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সালথা উপজেলা কৃষকলীগের বড় অবদান থাকবে বলে জানান। এসময় তিনি সালথা- নগরকান্দায় প্রয়াত নেত্রী সাজেদা চৌধুরী ও তার পরিবার তথা আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন।

সারাদেশ এর আরও খবর: