লালমাই প্রেস ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রকাশ: ০৫ মে ২০১৯, ০১:৪৬ পূর্বাহ্ন | সফলতার গল্প

ইউনিভার্সেল কামাল (লালমাই প্রতিনিধি):
দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক মোহাম্মদ শাহজাহান মজুমদারকে সভাপতি, দৈনিক অর্থনীতির কাগজ’র লালমাই প্রতিনিধি মো: কামাল হোসেন কে সাধারন সম্পাদক, দৈনিক মানবজমিন’র লালমাই প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজ’র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম জহির কে সাংগঠনিক সম্পাদক এবং সাপ্তাহিক অর্থধারা ও শীর্ষ সমাচার এর জেলা প্রতিনিধি প্রদীপ মজুমদার কে অর্থ সম্পাদক করে লালমাই প্রেস ক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগমারা বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভা শেষে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, চলন কলেজের অধ্যাপক রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, কুমিল্লা জজ কোর্টের এডভোকেট জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আয়াতুল্লাহ, যুগ্ম আহবায়ক আকতার হোসেন পারভেজ, কামরুল হাসান ভুট্টু, বাগমারা দক্ষিণ যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সুমন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল হান্নান মিয়াজী প্রমুখ। কমিটির অন্যান্যরা হলেন: সাপ্তাহিক কুমিল্লার সময়’র সম্পাদক রেদওয়ানুর রহমান সুমন (সিনিয়র সহ-সভাপতি), সাপ্তাহিক বিনোদন ধারা'র নির্বাহী সম্পাদক মো: সাহাবুদ্দিন মজুমদার (সহ-সভাপতি), দৈনিক ময়নামতি'র লালমাই প্রতিনিধি এমদাদুল হক মজুমদার (সহ-সাধারন সম্পাদক), স্টাফ রিপোর্টার মানবকথা'র মাসুদ রানা (দপ্তর সম্পাদক), সাপ্তাহিক আমাদের অধিকার এর বার্তা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), দৈনিক অন্য দিগন্ত'র স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন ভুঁইয়া (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), দৈনিক কুমিল্লা প্রতিদিন এর লালমাই প্রতিনিধি মীর হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), দৈনিক তরুণকন্ঠ'র লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু (সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), সাপ্তাহিক মানবকথা'র লালমাই প্রতিনিধি আমান উল্যাহ আমান (শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক), লালমাই নিউজ.কম এর সম্পাদক মো: নাসির আহমদে (সহ-শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক), দৈনিক একুশে সংবাদ এর জেলা প্রতিনিধি মো: জুয়েল রানা মজুমদার (সমাজ কল্যান বিষয়ক সম্পাদক), দৈনিক শ্রমিক'র লালমাই প্রতিনিধি আবদুল মতিন (ধর্ম বিষয়ক), দৈনিক কালবেলা'র সিনিয়র সাব এডিটরমোসা: তাহমিনা আকতার (মহিলা বিষয়ক সম্পাদিকা), মাসিক অবাক পৃথিবীর লালমাই প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অমর কৃষ্ণ বনিক- নির্বাহী সদস্য (১) এবং দৈনিক আমাদের অর্থনীতি'র কুমিল্লা প্রতিনিধি মো: আবু হানিফ মজুমদার-নির্বাহী সদস্য (২)।