লাইফ এইড বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ অপরাহ্ন | মিডিয়া কর্নার

লাইড এড বাংলাদেশ নামের মাঝেই এর কার্যক্রমের চিত্র ভেসে উঠে। জীবন ই লক্ষ বা জবন বাঁচানোই লক্ষ যটাই বলি না কেন অাসলেই লাইফ এইড রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। সমগ্র বাংলাদেশ ব্যাপী লাইফ এইড বাংলাদেশ এর কার্যক্রম বিস্তৃত। একঝাঁক স্ব-প্রনোদিত যুবকের হাত ধরে এগিয়ে যাচ্ছে লাইফ এইড বাংলাদেশ। লাইফ এইড বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা উদ্যোগে গতকাল (২০ সেপ্টেম্বর, ২০১৯) গুলিস্তানের খন্দকার হোটেল ও রেস্টুরেন্টে ৩য় প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতার বাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার পাওয়ার প্লান্ট এর প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ এনায়েত উল্লাহ খান। সভাপত্বিত করেন বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদিয়া গ্রুপ এর মোঃ নজরুল ইসলাম। মোঃ নজরুল ইসলাম লাইফ এইড বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বারাকত সৌরভ (প্রতিষ্ঠাতা, লাইফ এইড বাংলাদেশ), ইজ্ঞিনিয়ার মোঃ ইকবাল (প্রতিষ্ঠানকালীন সদস্য)। ডাঃমেহেদী হাসান রিজন এমবিবিএন-বিএসএমইউ), ইয়াছিন আরাফাত ভুইঁয়া, (হিসাবরক্ষক তেজগাঁও কলেজ ও সাবেক সভাপতি ঢাকা জেলা লাইফ এইড বাংলাদেশ), মাজেদ হোসাইন (বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ), মো আমজাদ হোসেন (এডভোকেট, জজ কোর্ট লক্ষীপুর ও প্রতিষ্ঠানকালীন সদস্য লাইফ এইড বাংলাদেশ), মো: জাবেদ হোসেন (বিশিষ্ট সমাজ সেবক), জাফর আহম্মেদ ভূইঁয়া সহ লাইফ এইড বাংলাদেশের বিভিন্ন জেলার প্রতিষ্ঠানকালীন সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরাফাত রহমান (রিজন),সাধারণ সম্পাদক, লাইফ এইড বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা। অভ্যর্থনায় ছিলেন হারূন-অর-রশিদ (ভারপ্রাপ্ত সভাপতি, লাইফ এইড বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ), মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাকিল (সাংগঠনিক সম্পাদক, লাইফ এইড বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ)। আমন্ত্রিত অতিথিরা লাইফ এইড বাংলাদেশ তাদের কার্যকম নিয়ে এবং মানুষের ভালোবাসা নিয়ে আরো এগিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে এবং রক্তদাতাদের মাঝে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
(তথ্যসুত্র: মোঃ মোর্তুজা মিশু)