রূপসায় আগামী প্রজন্ম ধ্বংসকারী মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন | সারাদেশ
" মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি " এই স্লোগানকে সামনে রেখে সমাজকে মাদক মুক্ত করা এবং যুব সমাজের অবক্ষয় রোধে প্রশাসন এবং সুধী সমাজের করনীয় শীর্ষক এক আলোচনা সভা গত ৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের এনসি ইউনাইটেড ক্লাবের আয়োজনে ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি ও ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক এসএম আঃ মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পুটিমারী পুলিশ ক্যাম্পের আইসি বাবলুর রহমান।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন মোঃ ফারুক হোসেন।
শিক্ষক তৌফিকুর রহমান বায়েজিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আঃ হালিম,বিএনপি নেতা জাহান শিকদার,ইউসুফ আলী হাওলাদার, সমাজসেবক ইউসুফ আলী শেখ,আশরাফ হোসেন,তারেক হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ হোসেন, যুবদল নেতা রেজাউল ইসলাম রেজা,মোসলেম মীর, মিজানুর রহমান মোড়ল,আঃ রশিদ শেখ,খোকন হালদার,মকবুল শেখ,মহব্বত হোসেন,মিজানুর শেখ,বুলবুল আহমেদ রাজু,মেহেদী হাসান টিপু,গৌতম পাল,আশরাফ মোড়ল,আঃ আহাদ,রানা,মিঠু,তৌহিদুল,আজিজ ফকির, আঃ সবুর,নুর ইসলাম ফকির, দিপু,জাভেদ হালদার, লিয়াকত শেখ,আজিজুর শেখ, দিলিপ পাল প্রমুখ। আলোচনা সভায় সমাজকে মাদক মুক্ত করার জন্য দলমত নির্বিশেষে একসাথে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং এসআই বাবলুর রহমান কে প্রধান উপদেষ্টা করে এএসআই ফারুক হোসেন, এসএম আঃ মালেক,আঃ হালিম, জাহান শিকদার,ইউসুফ আলী হাওলাদার,তরিকুল ইসলাম, ইউসুফ শেখ,হারুন মোড়ল,আঃ কুদ্দুস মোড়ল কে কার্যকারী সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট মাদক বিরোধী কমিটি গঠন করা হয়।