মিনহাজুল মুনির নিশাত এর কবিতা 'আরণ্যক'

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:১১ অপরাহ্ন   |   সাহিত্য

মিনহাজুল মুনির নিশাত এর কবিতা 'আরণ্যক'



আরণ্যক

-----মিনহাজুল মুনির নিশাত


বহু পথ পেরিয়ে এসেছি..

জনমানব শুন্যের এক অদ্ভুত জীবনের কোণে,

চারিপাশ ধু ধু মহিমায় নয়ন জুড়ে সবুজের হাতছানির দুনিয়া।


শুনি কতই পাখির কলোরোবে প্রভাত ভোরে মিষ্টি শিশিরে শহরহীন অনুভব,

বেয়ে যাওয়া ছোট্ট ছোট্ট জলের ঝরনার রিমঝিম শব্দে মাতোয়ারা এ গাছগুলো..


একঘেয়ে শহুরে অভ্যেস গুলি মেতেছে ঐ বন্য হরিণের নেই পিছুটানের দৌড়ে,

অভ্যসে আজ নেই তুমির অস্তিত্ব,আছে শুধুই প্রকৃতিতে অফুরন্ত চাওয়া।

এইতো জীবন..

সাহিত্য এর আরও খবর: