মাদারীপুর প্রেসক্লাবে নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত বিনিময় সভা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১১:৩১ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

মাদারীপুর প্রেসক্লাবে নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত বিনিময় সভা

এসএম আরাফাত হাসান:

মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম  ও জেলা পুলিশ সুপার মাহবুব হাসান সাথে মতবিনিময় সভা করেন নব নিবা'চিত মাদারীপুর প্রেস ক্লাবের সদস্যরা। সকালে মাদারীপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোহাম্মহ মাহবুব হাসান এর সভাপতিত্বে সাংবাদিকদের নিয়ে সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেলে মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম সভাপতিত্বে জেলা প্রেসক্লাবে সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে,  উক্ত সভায় জেলার সার্বিক আইন শৃংঙ্খলা বিষয়ে আলোচনা করা হয় এবং পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলে জনগনের সেবার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাব সভাপতি শাজাহান খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক এস এম আরাফাত হাসান সহ নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগন।

মিডিয়া কর্নার এর আরও খবর: