মহেশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন   |   সারাদেশ

মহেশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন


নুরুল করিম (মহেশখালী) :

নানা আয়োজনে মধ্য দিয়ে মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।


১৭ ই মার্চ, শুক্রবার সকালে উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি উপস্থিতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। পরে বিভিন্ন রাজনৈতিকদল, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পরে এ উপলক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন.. মহেশখালী উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন..মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, মহেশখালী থানার তদন্ত ওসি মীর আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার বভরঞ্জন দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ, আওয়ামী লীগের নেতা নুরুল আলম, সাংবাদিক ছৈয়দুল করিম,

ছোট মহেশখালী তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ছিদ্দিক আযাদ।


এছাড়াও কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত্বে প্রতিযোগীতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শেষে শিশুদের অংশগ্রহণে কেক কাটা কর্তন  করেন অতিথি'রা।


এদিকে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

সারাদেশ এর আরও খবর: