মহেশখালীতে আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের ২৩ তম বার্ষিক সভা সম্পন্ন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩১ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) : কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নস্থ খোন্দকারপাড়ায় আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের ২৩তম বার্ষিক সালানা জলসায় মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বাদে ফজর খতমে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েই মধ্যরাত পর্যন্ত আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদ এবং নূরাণীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিলের ২য় দিনের অধিবেশনে আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ্ (রহঃ) ইসলামী কমপ্লেক্স এর আহ্বায়ক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন..ঢাকা কাদেরীয়া তৈয়বিয়া আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব এবং চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী। মাহফিলে বয়ান পেশ করেন- আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও রাঙ্গুনিয়া রাণীরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ই.এম জুবাইর উদ্দিন ফুরকানী, কামিতারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুফিজুর রহমান আল-ক্বাদেরী, দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফজলুল কাদের আল-ক্বাদেরী প্রমূখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম মুন্না, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল। আরও উপস্থিত ছিলেন, আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ্ (রহঃ) ইসলামী কমপ্লেক্স এর সদস্য ও ছাহেবজাদা এ.কে এম সাইফুদ্দীন,), সাবেক মেম্বার নুরুল কবির ও শাহেদ মোহাম্মদ ছবর, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, রবিউল আলম, আলহাজ্ব হেফাজত উল্লাহ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, প্রবাসি নুরুল আমিন, ব্যবসায়ী আব্দুস সোবেহান প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ্ (রহঃ) ইসলামী কমপ্লেক্স এর সদস্য সচিব ও কুতুবজোম ইউনিয়ন পরিষদ মেম্বার সালামত সিকদার। উল্লেখ্য- এছাড়াও ১ম দিনের অধিবেশনে আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব শফিউল আলম খাঁনের সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। সমাপনীদিনে মধ্যরাতে প্রধান আলোচক আল্লামা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-কাদেরী আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার। সর্বশেষে সকলের প্রতি শোকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন মাহফিল এন্তেজামেয়া কমিটির পক্ষে আহ্বায়ক আলহাজ্ব হেফাজত উল্লাহ ও মাষ্টার শহিদুল আলম বক্তব্যের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

