ভারতে সম্মাননা পেলেন কবি মাহফুজ রিপন

 প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০৭:১০ অপরাহ্ন   |   সাহিত্য

ভারতে সম্মাননা পেলেন কবি মাহফুজ রিপন

বাংলাদেশের কবি মাহফুজ রিপনকে সাহিত্যে সৃজনশীল অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে ভারতের উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী সৃজন সাহিত্য ও গোবরডাঙ্গা গবেষণা পরিষদ। ৫ জুন এক অনুষ্ঠানে মাহফুজ রিপনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক দীপক কুমার দাঁ ও বিশিষ্ট গবেষক সুখেন্দু দাস।


প্রখ্যাত কবি বিনয় মজুমদার ও বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুণ্যভূমি ভারতের উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী সৃজন সাহিত্য ও গোবরডাঙ্গা গবেষণা পরিষদে সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশের সমকালীন কবিতাচর্চা নিয়ে বক্তব্য দেন মাহফুজ রিপন।


মাহফুজ রিপনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক দীপক কুমার দাঁ এবং বিশিষ্ট গবেষক সুখেন্দু দাস। ছবি: সংগৃহীত

মাহফুজ রিপনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক দীপক কুমার দাঁ এবং বিশিষ্ট গবেষক সুখেন্দু দাস। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে কবিতাপাঠে অংশ নেন অমিতাভ দাস, বাসুদেব মুখোপাধ্যায়, সুদিন গোলদার, তারাশঙ্কর আচার্য, সুনিলকৃষ্ণ মণ্ডল, টুলু সেনসহ স্থানীয় বিশিষ্ট কবিরা। অনুষ্ঠানের শেষ পর্বে কবি মাহফুজ রিপন একগুচ্ছ কবিতাপাঠ করে উপস্থিত শ্রোতা ও কবিদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজন সাহিত্য পত্রিকার সম্পাদক বিষ্ণু সরকার।



সাহিত্য এর আরও খবর: