বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিউজের সুবাদে নতুন ঘর পেল প্রতিবন্ধী বৃদ্ধ

 প্রকাশ: ১৪ মে ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকদের নিউজের সুবাদে নতুন ঘর পেল প্রতিবন্ধী বৃদ্ধ


আলমগীর কবির পল্লব (পাবনা ) :


পাবনা বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকদের করা নিউজের সুবাদে নতুন ঘর পেল হতদরিদ্র প্রতিবন্ধী এক বৃদ্ধ। প্রতিবন্ধী এই দরিদ্র বৃদ্ধকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন টেলিভিশনে পর পর ৩টি মানবিক  প্রতিবেদন প্রচার করেন বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। সেই প্রচারিত মানবিক প্রতিবেদনগুলো  কোন এক মানবিক মহান ব্যক্তির নজরে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক  মহান ব্যক্তিটি সেই হতদরিদ্র প্রতিবন্ধী বৃদ্ধকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন।  পরে তিনি বৃদ্ধর বাড়িঘর সরজমিনে গিয়ে দেখার দায়িত্ব দেন বাংলাদেশ   ইসলামী যুব আন্দোলনের পাবনা জেলা শাখার  টিমকে। তাদের নিবিড় তত্বাবোধনে দ্রুত একটি নতুন ঘর নির্মান করে দেওয়া হয়। সেই সাথে আরাম আয়েশে সুয়ে থাকার জন্য  কিনে দেওয়া হয় একটি নতুন খাট।  নতুন ঘর ও খাট পেয়ে দরিদ্র প্রতিবন্ধী বৃদ্ধর কষ্টভরা মুখে ফুটেছে সুখের হাসি। সাংবাদিকদের সাথে আলাপকালে এই বৃদ্ধ বলেন, গত ৫০বছর ধরে আমি এভাবেই পঙ্গু হয়ে ভাঙা ঘরে বিছানায় শায়িত ছিলাম । সেই ভাঙা ঘরে  ঝড় বৃষ্টিতে খুবই মানবেতর জীবনযাপন করেছি। তেমনভাবে কেউই আমার কখনো খোঁজ খবর রাখেনি। আপনাদের মাধ্যমে আজ আমি নতুন ঘরে নতুন খাটে  শান্তিতে শুয়ে আছি। যে মহান ব্যক্তিটি আমাকে সহযোগিতা করেছেন আমাকে নতুন ঘর করে দিয়েছেন তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুখে শান্তিতে রাখেন।

মিডিয়া কর্নার এর আরও খবর: