বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জেলা আ. লীগের আলোচনাসভা ও শিশু সমাবেশ
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন | সারাদেশ

শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও অ্যাড. বিমান কান্তি রায়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস। স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাধারণ সম্পাদক নবনী কান্ত দাশ, অজয় কান্তি তালুদার দুলন, অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক লিটন সরকার, যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন নাহিদ, নিহার রঞ্জন তালুকদার, শুভ বনিক, মামুনুর রশীদ মামুন, সঞ্জিব তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গৌরব বনিক, পাঠাগার বিষয়ক সম্পাদক দিপ্ত কান্তি দাস, উপ-ধর্মবিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ।
আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয়, একক সংগীত, নৃত্য পরিবেশন ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন ক্ষুদে শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগ নেতা সৈকতুল ইসলাম শওকত।অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এদিকে সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ১ টায় সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।