প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা

 প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন   |   সারাদেশ

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) :


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৫জনের বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি মামলা হয়েছে।


মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ীর  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়।


মামলাটি করেন রাজবাড়ী জেলা  আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।


গত ১৯ মে তারিখে রাজশাহীর শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে আসামিরা প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।


মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান,সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।


বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন জানান,  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন মামলাটি গ্রহণ করেছেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার  হুমকির পর সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না। প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে। জাতি জেনে গেছে।’


তিনি আরও বলেন, ‘এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো।



সারাদেশ এর আরও খবর: