পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :


"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন মানববন্ধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও  দুর্নীতি কমিশনের পতাকা উত্তোলনের পর  বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঁ সাবেত আলী। সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি। জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ফজলে রাব্বী বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাবেক আলী বলেন, তরুণদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে সকল অংশীজনদের এগিয়ে আসতে হবে। নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সুশাসিত জবাবদিহিমূলক করে দেশকে কাংক্ষিত লক্ষে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। বাংলাদেশের  মূল কারিগর তরুণ প্রজন্ম। নজিরবিহীন রক্ত  ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক সামাজিক আন্দোলনকে জোরদার করতে হবে। সরকার ও সকল অংশীজনদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

সারাদেশ এর আরও খবর: