নিজ মা'কে হত্যা ৩ বছর ধরে মাজারে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না!

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন   |   সারাদেশ

নিজ মা'কে হত্যা ৩ বছর ধরে মাজারে মাজারে ঘুরেও শেষ রক্ষা হলো না!

শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে আপন গর্ভধারিণী মাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীপু সরকার(৩৫)কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ছাতিয়াইন ইউ/পির এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই রাজিব কুমার রায় ও এসআই শুভ দে উপজেলার বাঘাসুরা ইউ/পির ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে দীপু সরকারকে গ্রেফতার করে।


মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত ২০০৪ সালে দীপু সরকার তার মা রওশন বালা সরকারকে হত্যা করে। পরে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।যার মামলা নং- ১৪(৪)০৪, জি.আর- ১৭৩/০৪, দায়রা নং ১১৯/২০০৪। এই মামলায় সে কয়েক বছর জেল কাটার পর জামিনে মুক্তি পায়। পরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে উক্ত মামলায় ৩০২ ধারায় পেনাল কোডে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। দীর্ঘ ৩ বছর ফকিরের ছদ্মবেশ ধারন করে বিভিন্ন মাজারে মাজারে ও আখড়ায় ঘুরে বেড়াত।


সারাদেশ এর আরও খবর: