"নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকারের করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ অগাস্ট ২০১৯, ১১:৪০ অপরাহ্ন | মিডিয়া কর্নার

আজ জাতীয় প্রেসক্লাবে "নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকারের করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন (ডুরা) কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
উল্লেখ্য রাজধানীর সেবা খাতে কর্মরত সকল জাতীয় পত্রিকা-প্রখ্যাত সকল অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন (ডুরা) নাগরিকদের সকল প্রকার সুবিধা অসুবিধা ও সম্ভাবনা তুলে ধরতে কাজ করে। সংগঠনটির সভাপতি মশিউর রহমান খান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল।