দোহারে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন | জেলার খবর

নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ ):
ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারের ব্রিজ সংলগ্ন কবরস্থান এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ নিহত হয়। নিহত সোহাগ উপজেলার জামালচর এলাকার এনাইয়ের ছেলে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন। সেই মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন সোহাগ। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ টার দিকে পালামগঞ্জের ব্রিজ সংলগ্ন কবরস্থানের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত হয় সোহাগ। তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। সোহাগের মৃত্যুর খবরে ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় শাওনসহ অপর মোটরসাইকেলের আরোহীরা।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।