টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ফরিদা ইয়াসমিন।

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেস ক্লাবের ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন।

শনিবার (৩১ ডিসেম্বর) শনিবার দিনভর ভোট গ্রহণের পর রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।  ফরিদা ও শ্যামল আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদা ইয়াসমিন ভোট পেয়েছেন ৫৬৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। এর আগে টানা দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।


মিডিয়া কর্নার এর আরও খবর: