জাবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাইয়ের নতুন কমিটি ঘোষণা
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন | শিক্ষা
মোঃ নিশান খান (জাবি প্রতিনিধি ) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাইয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৪৭ ব্যাচের শিক্ষার্থী আল আমিন হোসেন লিমনকে সভাপতি ও ৪৮ ব্যাচের শিক্ষার্থী রনি ঘোষকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন নুশরাত জাহান আলো, রনি আহম্মেদ, মিল্টন হোসেন, ফাতেমা তাকি, লাবন্য রাজিয়া, আকলিমা খানম, সত্যজিৎ কর্মকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তানজুম আরা তানজু, অভিষেক খান, লুতফুল হায়দার। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সৌহার্দ খান সিয়াম, সাদ বিন মিজান, মোঃ রবিউল ফয়সাল এবং ফারজানা মিষ্টু। উল্লেখ্য, এই আংশিক কমিটির উপর আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।