জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরে হওয়া উচিত ছিল?
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০৩:১৪ অপরাহ্ন | মতামত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরে হওয়া উচিত ছিল?" এই কথাটি বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। আমি এডুকেশন ক্যাডারের প্রাক্তন সদস্য । আমার অভিজ্ঞতা বলে যারা আমাদের বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে আছেন তাঁরা প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী। তাদের প্রত্যেককেই আমি অত্যন্ত শ্রদ্ধা করি। বিদ্যায় ও জ্ঞানে আমি তাদের হাঁটুর কাছেও নই। তারপরও অনেক ক্ষুদ্র জ্ঞানে বলতে চাইছি এই কথাগুলো আমরা বিজ্ঞরা কেনো এতো পরে বুঝবো ?
আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের অর্থ, সময়, যাতায়াত, পরিবহন, দূর্ঘটনার ঝুঁকি, পারিবারিক সদস্যদের টেনশনসহ নানান রকমের কষ্ট লাঘব করার জন্য আমাদের কি কোনো কিছুই করার নেই?
আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পরিচালকরা কেন এত নির্মম হয়ে পড়লাম? আমরা কি কোন পরিবারের সদস্য ছিলাম না বা সদস্য নই? আমরা আমাদের অনুভূতিগুলোকে কেন ভোতা বানিয়ে ফেললাম? বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদস্থ ব্যক্তিরা কেন ইগোতে গা ভাসিয়ে দিলাম?
আমরা প্রত্যেকেই প্রত্যেকের চেয়ে বড় হয়ে দেখাতে চাই। আমরা প্রত্যেকেই প্রত্যেকের চেয়ে কারিশমাটিক ফিগার। রাষ্ট্রযন্ত্রকে, সরকারকে, সরকার প্রধানকে, জানাতে চাই, দেখাতে চাই দেখুন আমি কি পারি! একবারও শিক্ষার্থী ও অভিভাবকদের কথা মনে পড়লো না কেন? তাহলে আমাদের শেকড় কি ছিঁড়ে গিয়েছে? আমরা কি কোন মোহে অন্ধ হয়ে পড়েছি?
অধ্যাপক স্বপন কুমার পাল (সাবেক উপাধ্যক্ষ, সরকারি বি এম কলেজ,বরিশাল) এর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।