গৌরীপুরে সাংবাদিকদের পিপিই দিলেন এমপি নাজিম উদ্দিন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০২:৫৫ অপরাহ্ন | মিডিয়া কর্নার

শামীম খান (গৌরীপুর , ময়মনসিংহ) : করোনা ভাইরাস সংক্রামণ থেকে সুরক্ষার জন্য ময়মনসিংহের গৌরীপুরে মাঠ পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের মাঝে পিপিই দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান
উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, জেলা যুবলীগ নেতা তানজির আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা মোকাম্মেল হক তালুকদার, আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহমেদ, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল-আমিন, শাহজাহান কবির,আব্দুল কাদির, বোরহান উদ্দিন, আরিফ আহম্মেদ প্রমুখ।