গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন   |   সারাদেশ

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শামীম খান ( গৌরীপুর, ময়মনসিংহ) :


ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে  কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।


সংগঠনের সভাপতি বেগ ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফেজিয়া নাজনীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনেয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সাংবাদিক আরিফ আহমেদ প্রমুখ।


অনুষ্ঠানে সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে বৃহত্তর ময়মনসিংহের সেরা কৃষক মোঃ আবুল ফজল ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্ববোধক সংগীতে দেশসেরা লাবীবা ইসলাম রুদিতাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।


সারাদেশ এর আরও খবর: