খাগড়াছড়িতে মহিলাকে হত্যা, আটক ১

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন   |   সারাদেশ

খাগড়াছড়িতে মহিলাকে হত্যা, আটক ১


মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা সংবাদদাতাঃ খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ায় ঘরে ঢুকে চুমকি রাণী দাশ নামে এক নারীকে হত্যার ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। শুক্রবার সকালে সন্দেহভাজন  রাসেলকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল চুমকির মরদেহ। স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের ধারণা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। নিহতের মাথা, গলা ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

সারাদেশ এর আরও খবর: