কাপাসিয়ার একডালা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১২:৫৭ অপরাহ্ন | ধর্ম

মেহেদী হাসান সোহেল (গাজীপুর) :
কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ঐতিহাসিক একডালা দক্ষিণ পাড়া জামে মসজি ও কবর স্হানের ত্তিওিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেসসচিব -১ আশরাফুল আলম খোকন।
ঐতিহাসিক একডালা দুর্গ খ্যাত এই মসজীদের ত্তিওিপ্রস্তর অনুষ্ঠানে তারাগন্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বোরহান উদ্দিন আহমেদ সভাপতিত্বে আবুল খায়ের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ চৌধুরী বাবুল উদ্বোধক ছিলেন।
ত্তিওিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সহ সভাপতি এড. মো.আমানত হোসেন খান, সমাজ কর্মী আলী মনসুর কিরন,জাহিদুল হক দিলিপ,নুরে আলম সুমন,শরিফল আলম শামীম, মিনহাজুল আবেদিন রাসেল, হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ।
মোনাজাত করেন একডালা আওয়ালিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন।