কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত



পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬০তম বোর্ড সভায় কবির আহমেদ কোম্পানির ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি অত্র কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


কবির আহমেদ পপুলার জুট এক্সচেঞ্জ লি., পপুলার জুট মিলস লি., পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ কোং লি., তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কোং লি. এবং পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি., পিপলস ইক্যুইটিস লি. এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

সফলতার গল্প এর আরও খবর: