ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা শীতবস্ত্র বিতরণ করলেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা শীতবস্ত্র বিতরণ করলেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী


শিব্বির আহমদ (ওসমানীনগর, সিলেট): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এম.পি বলেছেন, ওসমানীনগর বিশ্বনাথের উন্নয়ন কাজ এগিয়ে নিতে তালিকা তৈরি করে জনপ্রতিনিধিদের সাথে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। এলাকার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন তরান্বিত করাই জনপ্রতিনিধিদের কাজ। তাই এলাকার সাধারণ বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করাই শেখ হাসিনার নির্দেশ।

তিনি আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার দুপুর আড়াইটায় ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় উপরোক্ত কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি)। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দাল মিয়া, সহ সভাপতি সেরুয়ান আহমদ,গোলাম কিবরিয়া চেয়ারম্যান,আলাউর রহমান আলা,যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক চেয়ারম্যান, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া (উপজেলা ভাইস চেয়ারম্যান), লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন প্রমূখ। অনুষ্ঠান শেষে ১হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

সারাদেশ এর আরও খবর: