এই বিতর্ক দলটির রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া উচিত

 প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ১০:০৭ অপরাহ্ন   |   সফলতার গল্প

এই বিতর্ক দলটির রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া উচিত


আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপ-এ ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের কোন টিম চ্যাম্পিয়ান হয়েছে! শুধু বাংলাদেশের প্রথম টিম? না, এশিয়ার প্রথম দল হিসেবে তাদের এই অর্জন। সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল (BRAC A) এ বছরের Worlds University Debate Championship (WUDC) এর open category-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ান! এই প্রতিযোগিতাটাকে আন্তর্জাতিক বিতর্কের জগতের world-cup বিবেচনা করা হয়।


সাজিদ আর সৌরদীপ কী করেছে তা একটু সহজ করে বলি সবার বোঝার জন্য। বিশ্বের সকল দেশের প্রথিতযশা প্রায় ৪০০’র বেশি দলের প্রতিযোগিতা WUDC. এই প্রতিযোগিতার ফাইনালে ওঠার আগে ওরা হারিয়েছে যুক্তরাষ্ট্রের আইভি লীগের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, শিকাগো, স্ট্যানফোর্ড ও যুক্তরাজ্যের অক্সফোর্ড, কেমব্রিজের মত বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে!! একবার কল্পনা করুন তো, যুক্তি এবং মেধার লড়াইয়ে কোনসব বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে হারিয়েছে ওরা!


আর ফাইনালে হারিয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরকে।


ক্রিকেট বিজয় যদি সবার উদযাপনের বিষয় হয়, মেধা ও যুক্তির প্রতিযোগিতা বিতর্কের এই বিজয় কেনো সবার বিষয় হয়ে উঠবে না?

ক্রিকেটে যৎসামান্য অর্জনেও সারাদেশে শোরগোল পড়ে যায়। ফ্ল্যাট, গাড়ি কত কিছু দেয়ার হিড়িক পড়ে যায়। তাহলে এই বিতর্ক দলটির রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া উচিত নয় কি?

সফলতার গল্প এর আরও খবর: