উখিয়ার প্রথম ভারপ্রাপ্ত মহিলা ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ

উখিয়ার প্রথম ভারপ্রাপ্ত মহিলা ইউপি চেয়ারম্যান  ফরিদা ইয়াছমিন



রতন কান্তি দে (উখিয়া ,কক্সবাজার) :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম চিকিৎসাকালীন ছুটি নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩০ দিন পর্যন্ত চিকিৎসার জন্য জালিয়া পালং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এস এম সৈয়দ আলম ভারতে অবস্থানকালে ফরিদা ইয়াসমিন  দায়িত্বে থাকবেন।


উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা   সদস্য হিসাবে তিনি নির্বাচিত হন। ফরিদা ইয়াসমিন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানীর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার মোঃ ইসহাক আহমেদের কন্যা ও ইনানী হাসপাতালে দাতা আব্দুল বারী সিকদারের নাতি।


তিনি এর আগেরবারেও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ছিলেন।


পারিবারিক জীবনে ফরিদা ইয়াসমিনের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছেন। একমাত্র মেয়ে আজিজা বিনতে মাহমুদ চট্টগ্রাম কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে কক্সবাজার আইন কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন। বড় ছেলে আজিজ বিন মাহমুদ দেশে উঁচ্চ শিক্ষা শেষ করে বর্তমানে আমেরিকার International American University তে এমবিএ করছেন। সবার ছোট সন্তান আনিস বিন মাহমুদ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে  বিদেশে উঁচ্চ শিক্ষা নিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।


সারাদেশ এর আরও খবর: