ইবি রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা পুরস্কার পেলেন যারা

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৭:০৬ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

ইবি রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা পুরস্কার পেলেন যারা


ইবি প্রতিনিধি:

তিন সংবাদকর্মীকে 'বর্ষসেরা পুরস্কার-২০২২' প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি।


মোট তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। সেরা উদীয়মান প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন ডেইলি সানের ইবি প্রতিনিধি সোহান সিদ্দিকী, বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে দৈনিক দেশের কন্ঠ ও কিংসনিউজ এর ক্যাম্পাস প্রতিনিধি তারিক সাইমুম এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য স্বদেশ প্রতিদিনের শাহীন আলম।


শুক্রবার (১৮ নভেম্বর) ইবি রিপোর্টার্স ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিক সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান এবং কোষাধ্যক্ষ মোয়াজ্জেম আদনান তিন সাংবাদকর্মীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও উপহার তুলে দেন।


এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম, বর্তমান সভাপতি মুরতুজা হাসান এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অনলাইনে যুক্ত ছিলেন।


এরআগে ইবি রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের জমা দেয়া প্রতিবেদন থেকে জুরিবোর্ডের মাধ্যমে পুরস্কারের জন্য তাদের বাছাই করা হয়।


মিডিয়া কর্নার এর আরও খবর: