আশরাফুল ইসলাম ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের নতুন ডিসি

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন   |   সফলতার গল্প

আশরাফুল ইসলাম  ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের নতুন ডিসি


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের নতুন উপকমিশনার হিসেবে আশরাফুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

বিসিএস (পুলিশ) ২৭ ব্যাচের এই মেধাবী কর্মকর্তা এর আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে ডিএমপির গুলশান ও ধানমন্ডি জোনের এডিসি হিসেবেও কাজ করেছেন তিনি।


আশরাফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে বগুড়া ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে রাজবাড়ী জেলায়ও কর্মরত ছিলেন।









সফলতার গল্প এর আরও খবর: