আনোয়ারা খানম এর কবিতা "শিক্ষা"

 প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "শিক্ষা"


"শিক্ষা"

----আনোয়ারা খানম


কী শিক্ষা পেলে?

কী শিক্ষায় দিক্ষিত করে

যাচ্ছে করনা ভাইরাস?

সর্বত্রই আধিপত্য রয়েছে

একমাত্র সৃষ্টি কর্তার,

সব কিছু তাঁরই অধিন

তাঁরই সৃষ্টি ইচ্ছার।


হে মানব কত দম্ভ, কত অহম তোমার!!

ক্ষমতার দম্ভ,সম্পদের বাহার কুচ পরোয়া

নাহি তোমার, ক্ষনিকেন জন্য কাহার!!!

বার-বার নাও প্রমান, তুমি কোন স্যার???

সব কতৃ্ত্ব, সব আধিপত্য, একমাত্র সৃষ্টি কর্তার।।


তাঁকেই কর বিশ্বাস, রাখ আস্থা, রাখ প্রার্থনায়

তিনিই দিতে পারেন পরিত্রান, অসীম ক্ষমায়।।


(আনোয়ারা খানম, ঢাকা , তারিখ: ২০.০৩.২০২০)

সাহিত্য এর আরও খবর: