আনোয়ারা খানম এর কবিতা "ভুল না তাঁদের অবদান "

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০১:০৮ অপরাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "ভুল না তাঁদের অবদান "


"ভুল না তাঁদের অবদান "

--আনোয়ারা খানম


জ্বল জ্বল জ্বল প্রদীপ -----

বিলিযে দাও সবটুাকু আলো,

বিদূরিত আঁধার,আলো আর আলো

তবে তো পৃথিবী তোমায়,বাসবে ভালো।

জীবন প্রদীপ,স্বপ্ন প্রদীপ,বংশ প্রদীপ

প্রদীপে পদীপে, সমাজ সংসার একাকার

তোমার কী আছে অবকাশ, পালাবার!

তোমায়তো জ্বলতে ই হবে

জ্বালাতে ই হবে আলো,

বিলীন করতে আঁধার ----

আলোকিত করতে পারাবার।

তোমার ই মত ছড়িয়ে আলো

নির্ভীক প্রান, কত আদম সন্তান,

তাঁদের তরে,কতটুকু করে??

স্বার্থান্বেসী,সুবিধাভোগী দানবগণ!!

নিভিল জীবন প্রদীপ

ফুরিল রূপ-রস - স্বাধ

যা কিছু ছিল  পৃথিবীর,

কত শত বীর মানবের তরে

নিজকে নিঃশ্বেষ করে

জীবন দিল বলিদান!!

তাঁদের স্বরি হৃদ অর্ঘ্য ভরি

পৃথিবী ভুল না, তাঁদের অবদান।


আনোয়ারা খানম, মিরপুর,ঢাকা,

২২.০৯.২০

সাহিত্য এর আরও খবর: