আনোয়ারা খানম এর কবিতা "অভাব"

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৫৮ অপরাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম  এর কবিতা "অভাব"


"অভাব"

 আনোয়ারা খানম 


অন্ন বস্ত্র বাসস্থান চাই

শিক্ষা স্বাস্থ্য চাকুরি চাই

যাতায়াত ব্যবস্থা ভালো চাই,

নিরাপদ সড়ক পরিবেশ  চাই 

জীবনের নিরাপত্তা চাই

অামার কিছু করার নাই!

মানবে মানবে মানবাধিকতার  অভাব

 সামাজিক  ধর্মীয় মূল্যবোধের অভাব

রাজনৈতিক সচেতনতা শিষ্টাচার  অভাব, 

পরিবেশ সচেতনতা সংরেক্ষণেরঅভাব 

এত আমার নিত্যদিনের খানদানি স্বভাব!! 

 সামাজিক রাজনৈতিক  দূর্বিত্তায়ন 

অফিস আদালতে ঘুষ আত্তীকরণ, 

বাজারে দ্রব্যমূল্যের সিন্ডিকেট গঠন

 সর্বত্র মিথ্যাচার ব্যাক্তিস্বার্থ বাস্তবায়ন

এতে আমার কী আছে দায়বোধ ভাবন!!!

স্বাধীনতাকে চিপড়ে ছুবড়ে খাব

পতাকাখানি দুমড়ে মুচড়ে যাব,

মুক্তিযুদ্ধকে বৃদ্ধাঙ্গুলি দেখাব! 

চাই চাই চাই আমার সব কিছু চাই

আমার কোন দেশপ্রেমের বালাই নাই!!!


মিরপুর, ঢাকা। ২৯.১১.২০

সাহিত্য এর আরও খবর: