অধ‍্যক্ষ আলমগীর কবীরের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন   |   সারাদেশ

অধ‍্যক্ষ আলমগীর কবীরের  স্মরণ সভা ও দোয়া  অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন (রূপসা) :

অধ‍্যক্ষ খান আলমগীর কবীর এর মৃত‍্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান ২৫আগস্ট বিকাল ৪টায়  রূপসার কাজদিয়া সরকারী উচচ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ‍্যালয়ের ট্রেজার প্রফেসর অমিত রায় চৌধুরী। অধ‍্যক্ষ খান আলমগীর কবীর স্মৃতি পরিষদ  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস‍্য মো: মঈন উদ্দীন।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা,পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রফেসর আহমেদুল কবীর চাইনিজ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,  বিশিষ্ট ব‍্যবসায়ী শিল্পপতি ও  উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আশ।


প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন  আলমগীর কবিরের ভাই ও  সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প‍্যারিস,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,  আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক, শক্তিপদ বসু, বাসুদেব রায় চৌধুরী,  উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, সহকারী অধ‍্যাপক আনোয়ার হোসেন মিন্টু, মেজবা উদ্দীন সেলিম, প্রধান শিক্ষক নকিব উদ্দীন, সাবেক শিক্ষক বাকির হোসেন বাকু,  সমাজ সেবক মাহাবুব হোসেন শেখ,  অহিদুল ইসলাম, বেল্লাল শেখ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আ:রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক  আ:মজিদ শেখ,নির্বাহী সদস‍্য ফ ম আইয়ুব আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জ‍্যাকি ইসলাম সজল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,   সরদার জসিম উদ্দীন, সৈয়দ লালন,সৈয়দ হেলাল, ছাত্রলীগের আশিকুজ্জামান তানভীর,শেখ রিয়াজ,শেখ রাসেল, মো: নোমানসহ অনেকেই  উপস্থিত ছিলেন।


সারাদেশ এর আরও খবর: