অদম্য মেধাবী প্রতিবন্ধী সালাহ উদ্দিন : সাফল্যের পর স্বপ্ন পূরণে বাধা দারিদ্রতা

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন   |   ভিন্ন খবর

অদম্য মেধাবী প্রতিবন্ধী সালাহ উদ্দিন : সাফল্যের পর স্বপ্ন পূরণে বাধা দারিদ্রতা


নুরুল করিম (মহেশখালী) :

সাফল্যের পর স্বপ্ন পূরণে বাধা  দারিদ্রতা।  বলছি প্রতিবন্ধী সালাহউদ্দিনে অদম্য মেধাবির কথা। তাঁরই  সংসারে নুন আন্তে পান্তা ফুরানোর অবস্থা। বাবা থেকেও না থাকার মত। পড়াশোনার খরচ ভালো মতো না জুটলেও এ অদম্য মেধাবীদের সাফল্যে শেষ পর্যন্ত কোন কিছুই বাধা হতে পারেনি। এসএসসিতে পাস করে সবাইকে অবাক করেছেন। স্বপ্ন দেখছে ব্যাংকার হওয়ার। এ অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের একটু সহযোগিতা পেলে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা  গ্রামের জেলে মোহাম্মদ জালাল ও গৃহিণী আয়েশা বেগম এর দম্পতি পরিবারের ৬ ভাই-বোনের মধ্য সালাউদ্দিন ৫ নম্বর সন্তান মোঃ সালাউদ্দিন। এ অদম্য মেধাবীদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথ অনেকটাই সুগম হবে।


মা আয়েশা বেগম জানায়..জন্মের পর থেকেই হাত, পা বিহীন শারীরিক প্রতিবন্ধী সালাউদ্দিন ৫ বছর বয়সে ভর্তি হয়েছিল বাড়ীর পার্শ্বে উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সে সফলতার সাথে পাশ করে মাধ্যমিকে পা রাখে-২০১৪ সালে। এবার বেড়ে যায় মায়ের কষ্ট, প্রতিদিন তার আসা যাওয়ার তিন চাকার ভ্যানটা ঠেলে স্কুলে নিয়ে আনতো ও নিতো মা আয়েশা। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ইচ্ছা শক্তির কাছে। থেমে নেই তার পড়াশুনা। মায়ের অক্লান্ত পরিশ্রমে এসএসসি-২০২২ সালে ইউনুসখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হতে সফলতার সাথে মাধ্যমিক জীবন শেষ করে।


এ ব্যাপারে কালারমারছড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, উত্তর নলবিলা গ্রামে গরিব পরিবারে এক উজ্জ্বল নক্ষত্র। সালাহ উদ্দিন এবার এসএসসি পরীক্ষায় ইউনুসখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে থেকে উর্ত্তীণ হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই ? অর্থের কাছে এরা খুবই দুর্বল। কী ভাবে এরা ব্যাংকার হবে। এ অবস্থায় সমাজের হৃদয়বান মানুষের একটু সহযোগিতা পেলে ভবিষ্যতে তার স্বপ্ন পুরন হবে বলে তিনি মনে করেন।


উল্লেখ্য- সালাহ উদ্দিন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজে প্রতিবন্ধী কোটার মাধ্যে ইন্টারে ভর্তির সুযোগ পেয়েছে। সালাউদ্দিনের বর্তমানে ব্যবহিত চলেফেরা করার গাড়িটাও নষ্ট হয়েগেল, ইতিপূর্বে জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দিয়েছিল। তার একটা অটো মোটরযান গাড়ি, নিজে চালিয়ে আসা যাওয়ার খুবই প্রয়োজন, তাঁই স্থানীয় মাননীয় সাংসদ ও উপজেলা প্রশাসন'সহ দেশ-বিদেশে অবস্থান করা সকলের সহযোগিতা কামনা করছেন সালাউদ্দিন। না হলে থেমে যেতে পারে সালাউদ্দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ও অদম্য শক্তি।


ভিন্ন খবর এর আরও খবর: