জুলাই সনদ চূড়ান্ত ঘোষণার দাবিতে ৩ আগস্ট শহিদ মিনারে সমাবেশের ডাক হাসনাতের

 প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন   |   রাজনীতি

জুলাই সনদ চূড়ান্ত ঘোষণার দাবিতে ৩ আগস্ট শহিদ মিনারে সমাবেশের ডাক হাসনাতের
জুলাই সনদকে দ্বিতীয় বাংলাদেশের তফসিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই সনদ কোনো কবিতা নয়, এটি বেঁচে থাকার রূপরেখা। সরকার যদি এই ঘোষণাপত্র না দেয়, তাহলে আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রধান ফটকের সামনে এনসিপি’র নবম দিনের পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহিদ মিনারে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় আরও উপস্থিত ছিলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমসহ অন্যান্য নেতাকর্মীরা। হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত সময়ের ফ্যাসিস্ট ইসলামোফোবিক সমাজব্যবস্থা আমাদের পিছনে ফেলে গেছে। একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করতেই অনেকে সংকোচ বোধ করতেন। ভাইভা বোর্ডে এই বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা ভেবে বিচার করা হতো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটা সিট বা ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিকিয়ে দেবেন না। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে একটি স্ট্যাটাস দেয়ার কারণে রাতের বেলায় হল থেকে বের করে দেওয়া হয়। আমরা মতপ্রকাশে স্বাধীন, ঐক্যবদ্ধ এবং সম্মাননীয় একটি বাংলাদেশ গড়তে চাই।

রাজনীতি এর আরও খবর: