জরিপ অধিদপ্তর এবং জাইকা'র উদ্যোগে “Establishment of National Spatial Data Infrastructure সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ জুন ২০২৪, ১১:২৯ অপরাহ্ন   |   প্রেসরিলিজ

জরিপ অধিদপ্তর এবং জাইকা'র  উদ্যোগে “Establishment of National Spatial Data Infrastructure  সেমিনার অনুষ্ঠিত


বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত Open  Seminar on “Establishment of National Spatial Data Infrastructure (NSDI) for Bangladesh” প্যানপাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে  অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ শহীদুজ্জামান সরকার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ MsMIURA Mari উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন  এটিএম সিদ্দিকুর রহমান, যুগ্ম-সচিব এবং বিভিন্ন দপ্তর/সংস্থা থেকে আগত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারে লনূর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি।


সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃশহীদুজ্জামান সরকার তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যে তিনি দেশের টেকসই উন্নয়ন এবং মানসম্মত আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এনএসডিআইএর গুরুত্ব তুলে ধরেন। ‘স্মার্টবাংলাদেশ’ বিনির্মাণে স্মার্টসিটি তৈরিকরণ, বহুমুখী নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নে এনএসডিআই প্লাটফর্মকে ব্যবহার করা অত্যাবশ্যক বলে ব্যক্ত করেন। তিনি আরও বলেন এনএসডিআই প্রকল্প বাস্তবায়নের ফলেদেশের সকল ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো একই প্ল্যাটফর্মে চলে আসছে। এতে করে খরচ ও সময় দুটোই কমবে। এনএসডিআই প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিধায় তিনি বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকাকে ধন্যবাদ জানান।


প্রেসরিলিজ এর আরও খবর: