পপুলার লাইফের নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০১:১৪ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পপুলার  লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও , বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের  প্রধান কার্যালয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের  ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিনিস্ট্রেশন এন্ড এস্টাবলিশমেন্ট) আলমগীর ফিরোজ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৬০ তম বোর্ড সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কোম্পানীর  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে ব্যাচেলর অব ইফরমেশন টেনলোজি ডিগ্রি অর্জন করেন।






অর্থ ও বাণিজ্য এর আরও খবর: