ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা কারাগারে
প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা ফোরকান মোল্লাকে (৫৫) কে কারাগারে পাঠিয়েছে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিষ্ট্রেট আদালত। বৃহস্পতিবার (২২ জুন) পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জামাল হোসেন এ আদেশ দেন।
জানা যায়, বাউফল থানার সূর্য্যমনি ইউপির রামনগর এলাকার বাবুল মোল্লার চার সন্তানের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে শারিরিক প্রতিবন্ধী। এরমধ্যে এক প্রতিবন্ধী (২৫) মেয়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর বিকেলে নিজ বসত বাড়ির বারান্দায় বসে ছিলো। হঠাৎ ভিকটিমকে অনেকক্ষন ধরে বাড়িতে না পেয়ে সবাই আশে পাশে খুঁজতে থাকে। পরে ভিকটিমকে খুঁজে পেলে ভিকটিমের কাপড় চোপড়ে বীর্জ লেগে থাকতে দেখে। বাড়ির সবাই ভিকটিমকে জিজ্ঞেস করলে তার চাচা ফোরকান মোল্লা জোরপূর্বক ধর্ষন করেছে বলে অভিযোগ দেন। পরে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো আল আমিন হাওলাদার জানান, ৩ জানুয়ারি বাউফল থানায় বাদী হয়ে মামলা করেন ধর্ষণের শিকার নারীর ভাইয়ের বউ (৩৫)। মামলা নং জিআর ০৩/২০২৩। মামলাটি বর্তমানে বাউফল থানায় তদন্তাধীন আছে।