গণমানুষের পাশে বেরোবি বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন | শিক্ষা

বেরোবি প্রতিনিধি: বাইরে যখন কাঠফাটা রোদ তখন একদল যুবক তীব্র তাপদাহকে উপেক্ষা করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি পরিমাণ পানি পান করার বার্তা নিয়ে বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মাঝে কোমল ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে।
রবিবার (৪ জুন) দুপুর ২ থেকে ৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে, পরে এটি বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে শ্রমজীবি মানুষের মাঝে এ সেবাটি দেওয়া হয়।
এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি ও বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উপদেষ্টা পোমেল বড়ুয়া, সংগঠনটির প্রতিষ্ঠাতা মো:রেজওয়ান -উল- আনাম তন্ময় সহ সংগঠন অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটি শতাধিক মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করে।
বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন শুধুমাত্র রক্তদান কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়,সংগঠনটি কোভিড-১৯ সময়ে মাক্স বিতরণ, নিজস্ব ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
এমসয় সংগঠনটির উপদেষ্টা পোমেল বড়ুয়া বলেন,তীব্র তাপদাহে শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। অতিরিক্ত গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশি বেশি পানি পান করার বার্তা নিয়েই আমরা কোমল ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণের মাধ্যমে সকলকে উৎসাহিত করছি। তীব্র গরমে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সকলকে বেশি বেশি পানি পান করার আহবান জানাচ্ছি।
বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: রেজওয়ান -উল- আনাম তন্ময় বলেন,আমাদের এই সংগঠনটি কখনো সাধারন শিক্ষার্থী পাশে আবার কখনো শ্রমজীবী মানুষের মাঝে আমরা আমাদের সেবা পৌঁছে দিয়েছি।সারা বাংলাদেশে প্রচন্ড তাপদাহে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে আমরা স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছি।ভবিষ্যতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য ৩১ জুলাই, ২০২০ মো:রেজওয়ান -উল- আনাম তন্ময় এর হাত ধরে মাত্র সতেরো জন সদস্যকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। যার বর্তমানে সদস্য সংখ্যা তিন শতাধিক ছাড়িয়ে গেছে।##