কুমিল্লায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের চেক হস্তান্তর ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ মে) সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে কুমিল্লা অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বি এম শওকত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, মোঃ খলিলুর রহমান, নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া, মোঃ আয়নাল হোসেন, কে এম বিল্লাল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।