ওসমানীনগরে নিউ সুপার স্টার প্রিমিয়ার লীগের উদ্ভোধন

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন   |   খেলাধুলা

ওসমানীনগরে নিউ সুপার স্টার প্রিমিয়ার লীগের উদ্ভোধন



শিব্বির আহমদ (ওসমানীনগর): সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মাদারবাজার সংলগ্ন মাঠে শুভ উদ্ভোধন হল নিউ সুপার স্টার প্রিমিয়ারলীগের।


গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় মাদারবাজার সংলগ্ন মাঠে নিউ সুপার স্টার কর্তৃক আয়োজিত নিউ সুপার স্টার প্রিমিয়ার লিগের উদ্ভোধন করা হয়।


উছমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছলম কবিরের সঞ্চলনায় উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান জিলু, শাহ মাদার আবাহনী স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড় সজল সোম, সুজেল আহমদ,জাহেদ মাহমুদ, শেখ জুবের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ, উছমানপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রতন ধর প্রমূখ।


উদ্ভোধনী খেলায় মাদার বাজার রাইডার্সকে ১-৪ গোলে পরাজিত করে জয় লাভ করে ফ্রেন্ডস ফাইটার্স মাদার বাজার।

ফ্রেন্ডস ফাইটার্সের পক্ষে কামরান-১, মাজেদ-১ ও সাইম -২ গোল করে।

খেলাধুলা এর আরও খবর: