এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট লাল মোহাম্মদের দাফন সম্পন্ন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী

এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) লাল মোহাম্মদকে রাজশাহীর দূর্গাপুরের পানা নগরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সোমবার (১৩ মার্চ) মিরপুরের কাজীপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে লাল মোহাম্মদকে নেওয়ার পথে বেলা পৌনে ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিনই বাদ মাগরিব মিরপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ছয় ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন লাল মোহাম্মদ। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক জীবনে লাল মোহাম্মদ স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মিষ্টভাষী লাল মোহাম্মদ বহু সহকর্মী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত এটিএন বাংলা পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ এটিএন পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।