বাউফল উপজেলার মাও: বাকিবিল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০১:০৪ অপরাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী

বাউফল উপজেলার পোনাহুড়া আই.এন ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওঃ আঃ বারী সাহেবের জামাতা ও নুরাইনপুর- বাজেমহলের সর্বজন শ্রদ্ধেয় আলেম মোতাহার এর পুত্র স্বনামধন্য বক্তা আলহাজ্ব মাওঃ বাকী বিল্লাহ বাদ ফজর বরিশাল থেকে বাউফলে তার নিজ বাড়িতে যাওয়ার সময় বাকেরগন্জ - ডিসিরোড সড়কে এক্সিডেন্টে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) তার বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।তিনি তিন কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক।