বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাকিল
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৩, ১১:৫১ অপরাহ্ন | শিক্ষা

মোঃ নাঈমুর রহমান (খুবি প্রতিনিধি) :
মুজিব’স বাংলাদেশ ও বাংলাদেশ পর্যটন করপোরেশন সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের হাতে অদ্য ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ বাপক চেয়ারম্যান, জনাব মোঃ আলি কদর মহোদয় পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাপক এর পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (প্রশাসন) এবং মহাব্যবস্থাপক মহোদয়গণ।
প্রতিযোগীতায় ১ম স্থান লাভ করেছেন - জনাব শাকিল আহমেদ, শিক্ষার্থী, ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে, খুলনা বিশ্ববিদ্যালয়;
২য় হয়েছেন - জনাব শাহরিয়ার নাজিম নিলয়, শিক্ষার্থী, ট্যুরিজম এন্ড হসপিাটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং ৩য় হয়েছেন জনাব মোঃ মারুফ বিন মাইনুল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমন্টে বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিজয়ী শাকিল আহমেদ ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্যে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।