মহেশখালীতে দেশিয় তৈরি ১৫০ লিটার মদসহ ৪ জন আটক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন | আইন-আদালত-অপরাধ

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।
মহেশখালীতে দেশিয় তৈরি বাংলা মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের দখল থেকে ১৫০ লিটার মদ ও চৌলাই মদের সরঞ্জাম'সহ উদ্ধার করা হয়।
১১ ই জানুয়ারী, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর চৌচালা ঘোনার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ১৫০ লিটার চোলাইমদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ), এবং উক্ত কারখানার পাহারার কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দুইটি ধারালো দা এবং আরো অন্যান্য দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- দাসি মাঝিরপাড়ার মৃত নুর আহমদ পুত্র নাছির উদ্দিন (৪১), ঠাকুরতলার জ্যোতিষ দে পুত্র দুলাল দে (৩৮), পশ্চিম দেবাঙ্গাপাড়ার মৃত জোনাব আলী পুত্র জসীমউদ্দীন (৩৬), মনু মিয়া সিকদার পাড়া মনসুর আলী পুত্র মোঃ শরীফ (৫৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী নেতৃত্বে হোয়ানক চৌচালাঘোনার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে। এসময় পাহাড়ের উপর হতে দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ) সহ ৪ জন'কে আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ) ক্রয় করে মহেশখালীর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।