ফরিদপুরের অগ্রনাট থিয়েটার’র প্রতিষ্ঠাতা তরুণ নাট্যশিল্পী হাসান রাজীবের ৩৩তম জন্মদিন পালিত
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন | বিনোদন

জাকির হোসেন (ফরিদপুর) :
ফরিদপুরে অগ্রনাট থিয়েটার’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তরুণ নাট্যশিল্পী হাসান রাজীবের ৩৩তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শাহীন শিকদার ও মেহেদী মিঠু’র আয়োজনে ফরিদপুর থিয়েটারে কেক কাঁটার মধ্য দিয়ে এই জন্মদিন পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী অভিনয় শিল্পী ও ফরিদপুরের কৃতি সন্তান ফজলুর রহমান বাবু ও মাদারীপুর জেলা কালচারাল অফিসার হাসান মিলন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্যজন ম.নিজাম, আবৃতিকার জাহিদুল ইসলাম, নৃত্যশিল্পী বেলায়েত হোসেন, নাট্যজন পলাশ খাঁন, মেহেদী মিঠু, কামরুজ্জামান তাপু, শাহীন শিকদার, নিত্য রবী দাস, সনাতন, ডা. প্রিয়া, ফৌজিয়া রানী, দিপঙ্কর তালুকদার, নাসরিন আক্তার, প্রমূখ।
তরুণ নাট্যশিল্পী হাসান রাজীব বলেন, যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে দীর্ঘ পথচলায় সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।