সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ৩

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ৩

মোঃ শামীম আহমেদ (আশুলিয়া ঢাকা) : 


সাভারের আশুলিয়ায় রাব-৪ অভিযান চালিয়ে ৬২ কেজি ৩ শত ৭০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করে । পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।


বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।



এর আগে ভোর সোয়া ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার সহ তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো- ব্রাম্মনবাড়ীয়া জেলার কসবা থানার ধজনগর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে মোঃ কাওছার এবং ব্রাম্মনবাড়ীয়া জেলার আখাউর থানার বাটামাথা হাসিমপুর এলাকার মোঃ তারু মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৮) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ মেহেদি হাসান (২২)


র‌্যাব জানায়, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আজ ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬২কেজি ৩ শত ৭০ গ্রাম গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।


র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভারে, ধামরাই, আশুলিয়া সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: