সাভারের আশু‌লিয়ায় ডিবি’র অভিযানে মাদক চক্রের ১১ চাকমা সদস্য আটক

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ১২:১৮ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

সাভারের আশু‌লিয়ায় ডিবি’র অভিযানে মাদক চক্রের ১১ চাকমা সদস্য আটক


মোঃ শামীম আহমেদ(আশুলিয়া ঢাকা) :



সাভারের আশুলিয়া থেকে ৫২০ লিটার চোলাইমদ সহ মাদক চক্রের চাকমা ১১ জন সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।



আজকে সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, গতকাল বুধবার দিবাগত রাত্রে আশুলিয়ার উত্তর গাজীরচট সাকিনস্থ,বুড়ির-বাজার এলাকা থেকে ৫২০ লিটার চোলাইমদ সহ তাদের-কে আটক করা হয়।


আটককৃত আসামি হলেন-আশুলিয়ার উত্তর গাজিরচটের মিক্রা মগ (২৫),স্বামী-ক্যাজাই মগ, পিতা-আথোয়াই মগ,গ্রাম জিরোমাইল,৩ নং ওয়ার্ড, থানা-খাগড়াছড়ি সদর,জেলা-খাগড়াছড়ি,বর্তমান ঠিকানা বুড়ির বাজার,উত্তর গাজীরচট,জাহিদের বাসার ভাড়টিয়া,(২) মিকো চাকমা (৩০), পিতা-অজ্ঞাত,থানা-দীঘিনালা।( ৩) কল্লোল চাকমা (৩৪),পিতা-সুশীল জীবন চাকমা,গ্রাম তেভাংছড়া, থানা-দীঘিনালা,জেলা-খাগড়াছড়ি,বর্তমান ঠিকানা আকতার ভিলা,বুড়ির বাজার,উত্তর গাজীরচট, (৪) সুইলা মারমা (৩০),পিতা-রাফরু মারমা,গ্রাম কাংচাইরী পাড়া,থানা-পানছড়ি,জেলা-খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা,লুৎফরের বাড়ীর ভাড়াটিয়া,বুড়ির বাজার,উত্তর গাজীরচট,(৫) রিপন চাকমা (৩৬), পিতা-বিন্দু কুমার চাকমা,গ্রাম লংগদু বড়াদম,থানা- লংগদু,জেলা-রাঙ্গামাটি,বর্তমান ঠিকানা লুৎফরের বাসার ভাড়াটিয়া,বুড়ির বাজার,উত্তর গাজীরচট


,(৬) ম্যাসামাই মারমা (৪০),(৭)পাইজা মারমা (৩৫), উভয় পিতা-ক্যাজাই মারমা,উভয় গ্রাম নুনছড়ি, কংচাই কারবারী পাড়া,থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি,উভয় বর্তমান ঠিকানা বুড়ির বাজার,উত্তর গাজীরচট,লুৎফরের বাসার ভাড়টিয়া, (৮) সুফেন দেব বর্মা (২১), পিতা- সামাচরন দেব বর্মা,গ্রাম কালেংগা,ছনবাড়ী,রানিগাও,চুনারুঘাট, থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ,বর্তমান ঠিকানা উত্তর গাজীরচট,বুড়ির বাজার,জাহিদের বাসার ভাড়টিয়া,(৯) মংনুচিং মারমা (৩২), পিতা- আথুইবাইং, গ্রাম সাইংগুলী পাড়া,৮ নং গুইমারা ইউনিয়ন,থানা-গুইমারা,জেলা-খাগড়াছড়ি,বর্তমান ঠিকানা আকতার ভিলা,বুড়ির বাজার,উত্তর গাজীরচট,(১০) পুলক চাকমা (২৩),পিতা-সমীরন চাকমা,গ্রাম-পশ্চিম ল্যাল্যাঘোনা,৯ নং ওয়ার্ড, রুপকারী ইউনিয়ন,থানা-বাঘাইছড়ি,জেলা- রাঙ্গামাটি,বর্তমান ঠিকানা বুড়ির বাজার,উত্তর গাজীরচট,জাহিদের বাসার ভাড়টিয়া।


(১১) কমল চাকমা (৩০),পিতা- মৃত ধনেশ্বর চাকমা, গ্রাম বরজালাপাড়া,মাটিরাংগা,৭ নং ওয়ার্ড,থানা- মাটিরাংগা,জেলা-খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা বুড়ির বাজার,উত্তর গাজীরচট,জাহিদের বাসার ভাড়টিয়া, (১২) আশুতোষ চাকমা (৩১),পিতা- কুঞ্জ চাকমা, গ্রাম পেরাছড়া ইউনিয়ন,৬ নং ওয়ার্ড,থানা- খাগড়াছড়ি সদর,জেলা-খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা আকতার ভিলা,বুড়ির বাজার,উত্তর গাজীরচট, পলাতক-আসামী (১৩) গেনু চাকমা (৩৪),পিতা- অজ্ঞাত,থানা ও জেলা-রাঙ্গামাটি,বর্তমান ঠিকানা বুড়ির বাজার,উত্তর গাজীরচট,জাহিদের বাসার ভাড়টিয়া, (১৪) দিপন চাকমা (৩২),পিতা-অজ্ঞাত, থানা ও জেলা-অজ্ঞাত,(১৫) জাহিদ (৪৫),পিতা- অজ্ঞাত,গ্রাম বুড়ির বাজার,উত্তর গাজীরচট,

থানা-আশুলিয়া।


গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: শাহাদাত হোসেন বলেন,গতকাল বুধবার দিবাগত রাত্রে আশুলিয়ার উত্তর গাজীরচট সাকিনস্থ, বুড়ির-বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীগন লাঠিসোটা নিয়া পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমন করে। এসময় পুলিশ-কে আহত করে,(২) নং আসামী মিকো চাকমা (৩০) কে ছিনাইয়া নিয়া পালিয়ে যায়।


উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটি তার একটি অংশ। আটক ১১চাকমা সহ ১৪ জন মাদকবিক্রেতার নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-আদালত-অপরাধ এর আরও খবর: