জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তিন বিচারপতির শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:২৭ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ

মোঃ শামীম আহমেদ( আশুলিয়া ঢাকা):
গত কয়েক দিন হলো সদ্য নিয়োগ পাওয়া আপিল বিভাগের তিন বিচারপতি ঢাকা জেলা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সেলিম স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পঅর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন।
পরিশেষে তিন জন বিচারপতি স্মৃতিসৌধের স্বাক্ষর বইয়ে একে একে স্বাক্ষর শেষে বিকেল ৪টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ এস পি) মোঃ শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন ও আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) কামরুজ্জামান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।